• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যে কারণে প্রত্যাহার নারায়ণগঞ্জের ৮ গোয়েন্দা পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৭ আগস্ট ২০১৮, ২১:০৩

নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় একটি ফাস্টফুডের দোকানে লাচ্ছি খেয়ে দাম না দেয়াকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে।

সোমবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় ব্যবসায়ী জালালউদ্দিনের পরিবারকে আসামি করে ওই মামলা দায়ের করেন।

তবে ব্যবসায়ী জালালউদ্দিন থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।

এদিকে গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুদুর রহমানসহ আটজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : সীমান্তের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়াবে বিজিবি: মহাপরিচালক
-------------------------------------------------------