• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পদ্মায় ভাঙন

নড়িয়ায় হাজারো পরিবার গৃহহীন, দুর্গত এলাকা ঘোষণার দাবি

মো. আবুল হোসেন সরদার, শরীয়তপুর

  ২৭ আগস্ট ২০১৮, ১৫:৪৩

পদ্মার ভাঙনে গত এক মাসে হাজারো পরিবার গৃহহীন হয়ে গেছে। প্রতিদিনেই বাড়ি-ঘরসহ নতুন নতুন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে পদ্মার করাল গ্রাসে। ওই এলাকার মানুষের কাছে এখন পদ্মানদী আতঙ্কের নাম।

গেলো পাঁচ দিনে নড়িয়ায় শতাধিক বাড়ি-ঘর স্কুল মসজিদ মাদ্রাসা পদ্মায় হারিয়ে গেছে। বাঁশতলা থেকে মূলফৎগঞ্জ পর্যন্ত চার কিলোমিটার পাকা সড়ক, ৩টি মসজিদ নদীগর্ভে চলে গেছে। বন্ধ হয়ে গেছে সুরেশ্বর-নড়িয়া সড়ক যোগাযোগসহ সকল যোগাযোগ।

মারাত্মক ভাঙন ঝুঁকিতে রয়েছে মুলফৎগঞ্জ বাজার, নড়িয়া বাজার, পূর্ব নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভাঙন আতঙ্কে সরিয়ে নেয়া হয়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মালামাল। পদ্মার তীরবর্তী লোকজনের চোখে কোন ঘুম নেই। অনেকেই খোলা আকাশের নিচে রাস্তার পাশে মানবেতর জীবন যাবত করছে। অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে ভাঙন কবলিত এলাকার মানুষ। সরকারি কোন কর্মকর্তা বা জনপ্রতিনিধি তাদের সহায়তায় এগিয়ে আসেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত মানুষের।

কেদারপুর ইউনিয়নের মেম্বার মো. রফিক কাজী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুম শুরু থেকে নড়িয়া ও জাজিরা উপজেলার ১৫টি গ্রামে ব্যাপকভাবে পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে গত পাঁচ দিনে নড়িয়ায় উপজেলার সাধুর বাজার, শুভগ্রাম, পাচঁগাও, চন্ডিপুর, ওয়াপদা, শেহের আলী মাদবর কান্দি, ঈশ্বর কাঠি, চরজুজিরার নজরুল দেওয়ান, হাসেম দেওয়ান, খোকন খান, তোতা খান, কালাম খান, নাছির মাদবর, সোনামিয়া, রহমান মাদবর, রুবেল দেওয়ান, আতাহার খান, আজিজুল মুন্সি, মাহবুব দরজী, আলমগীর বেপারী, মাসুদ দেওয়ান, জাবেদ দেওয়ান, ওসমান ঢালী, সিরাজ ঢালী, আবুল ঢালী, ধলু খালাসী, দুলাল মাদবর, আলম ভুইয়া, সামসুদ্দিন ভুইয়া, কৃষ্ণ মাষ্টার, হারুন খান, গুপি দাস, কার্তিক মেম্বার, মতি মাষ্টার, আকবর দেওয়ান, মোকলেছ দেওয়ান, সোহান দেওয়ান, ঈমাম হোসেন হাওলাদার, জামাল বেপারী, মজু মিয়া, লোকমান হাওলাদার, আলী হেসেন বেপারী, জসিম বেপারী, মোস্তফা হাওলাদার, নুর মোহাম্মদ বেপারী, হাসেম হাওলাদার, মোবারক হাওলাদার আয়নাল বেপারী, ঈমাম হোসেন দেওয়ান, নুর হোসেন দেওয়ান, মুন্নি খান, কামাল দেওয়ান, ইন্দ্রজিৎ, চৈতা, লোকমান দরজী, আবুল বাশার দেওয়ান, জয়নাল দেওয়ান, এসকান্দর দেওয়ান, মুজাফ্ফর দেওয়ান, সাগর দেওয়ান, দেলোয়ার খান, আঃ রব দরজী, ওসমান ঢালি, মাহবুব দরজী, হাসেম হাওলাদার, দিদার খান, আজিজুল মুন্সি, আলমগীর বেপারী, বাদশা দেওয়ান, এসহাক ঢালি, সিরাজ ঢালি, মালাবক্স ঢালি, আবুল ঢালি, মাজহার বেপারী, পজর হাওলাদার, লালু ভুইয়া, আলম ভুইয়া, রাজ্জাক বেপারী, জুলহাস বেপারী, হারুন খানসহ শতাধিক লোকের বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : নাটোরে সড়ক দুর্ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার ওসি ক্লোজড
-------------------------------------------------------