• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

পাবনা প্রতিনিধি

  ২৭ আগস্ট ২০১৮, ১৪:৩৬

পাবনা শহরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

এসময় স্কুলছাত্রীর বড় ভাই মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান গুরুতর আহত হন।

সোমবার দুপুরে শহরের লাইব্রেরী বাজার সংলগ্ন কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম বিন্দু (১৩)। সে শহরের গোপালপুর মহল্লার শফিকুল ইসলাম বিপুর মেয়ে ও পাবনা পুলিশ লাইনস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

-------------------------------------------------------
আরও পড়ুন : শিশু রাইফার মৃত্যু: ৪ চিকিৎসকের জামিন
-------------------------------------------------------

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক আরটিভি অনলাইনকে জানান, বিন্দু তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে নানীর বাসায় যাচ্ছিল।

পথে কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে মোটরসাইকেলটি একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গেলে বিন্দু ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
কিল-ঘুসিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
রাজধানীতে বাবার চড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মালয়েশিয়ায় মৃত্যু
X
Fresh