• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নাটোরে ১৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের হেলপার গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

  ২৬ আগস্ট ২০১৮, ২৩:০৭

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হবার ঘটনায় বাসের হেলপার আব্দুস সালাম কমলকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

রোববার বিকেলে সদরের মহাস্থান পলাশবাড়ী এলাকায় ভাড়া বাড়ি থেকে কমলকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘাতক বাসের চালক পলাতক রয়েছে। এছাড়াও সদর থানা পুলিশ বাসটির মালিক মনজু সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

বগুড়া হেলপার কমল সদর থানার গোকুল এলাকার আব্দুল বারীর ছেলে। তিনি পলাশবাড়ীতে ভাড়া বাসায় বসবাস করতেন।

বগুড়ার পুলিশ সুপার আলী আমরাফ ভূঁইয়া হেলাপরকে গ্রেপ্তার এবং মালিককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রেক্ষিতে নাটোরে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া হেলপার কমলকে নাটোর পুলিশের কাছে হস্তান্ত করা হবে। আর বাস মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উভয়েই বর্তমানে বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে রয়েছেন।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চে সড়কে ঝরেছে ৫৫০ প্রাণ
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সৌদিতে বাংলাদেশি নিহত
ঈদের প্রথম দুদিনে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
X
Fresh