• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তেঁতুলিয়া নদীতে নৌকাডুবিতে মা-মেয়ে নিখোঁজ, শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি

  ২৬ আগস্ট ২০১৮, ১৩:৩২

ভোলার তেঁতুলিয়া নদীতে নৌকাডুবিতে মা ও মেয়ে নিখোঁজ রয়েছে। মৃত্যু হয়েছে শিশু কন্যা তায়েবার।

শনিবার রাতে ভেদুরিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন নুরুন্নাহার বেগম (৩০) ও জাহানারা বেগম (৭)।

নিখোঁজ নুরুন্নাহার বেগম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা বাহাদুর মাতুব্বরের স্ত্রী।

-------------------------------------------------------
আরও পড়ুন : শ্বশুর কুরবানির গরু না পাঠানোয় স্ত্রীকে পিটিয়েছেন স্বামী
-------------------------------------------------------

বাহাদুর মাতুব্বরের প্রতিবেশী ও শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান জানান, বাহাদুর মাতুব্বরের স্ত্রী ও দুই মেয়েসহ স্বজনরা ভোলার ব্যাংকের হাট থেকে নৌকায় করে মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুরে ফিরছিলেন।

নৌকায় ১০-১২ জন যাত্রী ছিল। ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে তীব্র স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নুরুন্নাহার বেগম তার দুই মেয়ে তায়েবা এবং জাহানারা নিখোঁজ ছিল।

কিছুক্ষণ পর জেলারা তায়েবার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর পর জেলারা নদীতে তল্লাশি শুরু করে। তবে রোববার দুপুর পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি বলে জানান তিনি।

মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, বিষয়টি তিনি সকালে জেনেছেন। দুর্ঘটনাস্থল ভোলায় তাই সংশ্লিষ্ট থানাকে দুর্ঘটনার বিষয়টি অবহিত করে উদ্ধার তৎপরতাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh