• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে দুই বাস জব্দ, ২৭ যানবাহনের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি

  ২৫ আগস্ট ২০১৮, ১৫:১৬

রাজশাহীতে র‌্যাব-৫ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২৭টি যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও দুটি বাস জব্দ করেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত র‌্যাব-৫ রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুরে চেকপোস্ট বসিয়ে যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করেন।

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও তাদের ঈদ ভ্রমণ নির্বিঘ্ন করতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া সদর দপ্তরের অধীন সিপিএসসি ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার ও শুক্রবার দিন থেকে গভীর রাত পর্যন্ত বেলপুকুরে চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনের কাগজপত্র ও ফিটনেস যাচাই করে।

-------------------------------------------------------
আরও পড়ুন :রাজশাহীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নানা ও নাতির
-------------------------------------------------------

এসময় চালকদের লাইসেন্স ও ইন্সুরেন্সের মেয়াদ না থাকায় ১১টি বড় বাস, ১৪টি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট কারসহ ২৭টি যানবাহনের চালকের বিরুদ্ধে ১৯৮৩ সালের মোটরযান আইনের ১৩৭/১৫২ ও ১৫৫ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়।

এছাড়া কাগজপত্র না থাকায় দুটি বাস জব্দ করা হয়। বাস দুটি নগরীর বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫ ঈদ পরবর্তী আরও কয়েকদিন ধারাবাহিকভাবে মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
X
Fresh