• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় শ্যামলী পরিবহনের দুই বাস খাদে, নিহত ২

কুমিল্লা প্রতিনিধি

  ২৫ আগস্ট ২০১৮, ১০:৩১

কুমিল্লায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই যাত্রী নিহত ও ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি শ্যামলী পরিবহনের বলে জানা গেছে।

শনিবার (২৫ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ের পুলিশের ইলিয়টগঞ্জের ইনচার্জ নুরুল ইসলাম জানান, দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি, নিহত দুই যাত্রীই পুরুষ।

-------------------------------------------------------
আরও পড়ুন :মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত
-------------------------------------------------------

এদিকে একই সময় রংপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস দাউদকান্দির রায়পুরে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এসজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপিত
‘মানুষের রুচি উন্নত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়’
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নারী নিহত
X
Fresh