DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

লক্ষ্মীপুরে ৮ মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
|  ২২ আগস্ট ২০১৮, ১৫:৩৮ | আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৬:৩০
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত যুবক মুরাদ হোসেন ৮ মামলার আসামি। তিনি স্থানীয় চন্দ্রগঞ্জ থানার বশিকপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া আরটিভি অনলাইনকে বলেন, বুধবার সকালে বশিকপুর গ্রামে মুরাদ হোসেন নামের ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি। তবে তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। নিহত মুরাদ মাসুম বাহিনীর সদস্য ছিলেন। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়