• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অর্থ আত্মসাতের মামলা

সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কারাগারে

অনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর ২০১৬, ১৬:৫২

অর্থ আত্মসাতের মামলায় সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রকল্পের প্রায় ৪ কোটি টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে।

দুদকের করা মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো বৃহস্পতিবার দুপুরে তার জামিন না মঞ্জুর করে এ নির্দেশ দেন।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল থেকে তাকে গ্রেপ্তার করে দুদক।

দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক রেভা হালদার বলেন, আটক সুব্রত চক্রবর্তী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এবং অন্যান্য খাত থেকে আসা প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করেন। দুদক তাকে নিজেদের কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব দেয়ার জন্য একাধিক নোটিশ দিলেও তিনি দুদককে অসহযোগিতা করায় তার বিরুদ্ধে গেলো ১ সেপ্টেম্বর দুদক আইনের ১৯ (৩) ধারায় একটি মামলা করা হয়।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, দুদক সুব্রত চক্রবর্তীকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh