• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ধীরগতি

গাজীপুর প্রতিনিধি

  ২০ আগস্ট ২০১৮, ১৩:৫৫

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেইসঙ্গে বাড়ছে যাত্রীর সংখ্যাও।

গাজীপুরের চৌরাস্তা মোড়, ভোগড়া বাইপাস মোড়, চন্দ্রা মোড় এলাকায় গাড়িতে যাত্রীরা উঠা-নামা করার কারণে মোড়ে মোড়ে জ্যামের সৃষ্টি হয়েছে।

দুপুর ১২টার পর থেকে বড়বাড়ী, বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ মহাসড়ক অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, শফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি।

গাজীপুর পুলিশের এএসপি রাসেল আহমেদ আরটিভি অনলাইনকে জানান, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজটপ্রবণ এলাকা চন্দ্রা ত্রিমোড়, চৌরাস্তা মোড়, ভোগড়া মোড় দিয়ে গাড়ি থেমে থেমে চলছে। এসব পয়েন্টে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

কোনাবাড়ীতে ব্রিজের কাজ ও রাস্তা ভাঙা থাকায় গাড়ির গতি কমে গিয়ে থেমে থেমে জ্যামের সৃষ্টি হচ্ছে। সাইনবোর্ড, বড়বাড়ী, বোর্ডবাজার এলাকায় গাড়ি চলছে থেমে থেমে। কমিউনিটি পুলিশ, আনছার সদস্য এবং পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানযট যাতে সৃষ্টি না হয় তার জন্য কাজ করছে।

এদিকে জয়দেবপুরে রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh