• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মার্কেটে আগুন, চার ব্যাংক ক্ষতিগ্রস্ত

পাবনা প্রতিনিধি

  ২০ আগস্ট ২০১৮, ১৩:২৫

পাবনা মধ্য শহরের বিশ্বাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাংক বীমাসহ ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ভবন থেকে নামতে গিয়ে আটজন আহত হয়েছেন। আগুনে প্রায় পাঁচ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভবনে থাকা এপেক্সের শো রুম, শ্যামলী কালার ল্যাব, বনলতা চাইনিজ রেস্তোরাঁ সম্পূর্ণরুমে পুড়ে গেছে। এছাড়া রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ইসলামী ফাস্ট সিকিউরিটি ব্যাংকসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকার মতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
গরমে এসি ও ফ্যানের বাজারে আগুন
নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়ল ২৫ দোকান
X
Fresh