• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনী প্রতিনিধি

  ২০ আগস্ট ২০১৮, ১০:১৪

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত দুই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন।

আজ (সোমবার) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মামুন মোর্শেদ ও আল আমিন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরে চেকপোস্ট বসানো হয়। ফেনী সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহীকে থামতে বলে র‌্যাব। এসময় তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে ওই দুই মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এসময় নিহতদের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৪ হাজার,৭শ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ হরা হয়।

নিহত দুজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh