• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়িতে দুর্বৃত্তের হামলায় নিহতের ঘটনায় যৌথবাহিনীর চিরুনি অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৯ আগস্ট ২০১৮, ২১:৩৭

খাগড়াছড়িতে দুর্বৃত্তের হামলায় সাতজন নিহতের ঘটনায় হামলাকারীদের আটক ও অস্ত্র উদ্ধার করতে চিরুনি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। আগামী এক সপ্তাহ ধরে চলবে এ অভিযান।

রোববার(১৯ আগস্ট ২০১৮) বিকেল সোয়া তিনটার দিকে জেলা সদরের ১নং যৌথখামার একটি অভিযান পরিচালিত হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান জানান, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে।

গতকাল শনিবার খাগড়াছড়ির সদর উপজেলায় বন্দুকধারীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমাসহ সাতজন নিহত হন।

-----------------------------------------------------
আরও পড়ুন : দিনাজপুর ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে পৌর মেয়র গ্রেপ্তার
-----------------------------------------------------

নিহত প্রত্যেকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে চারজনের শেষকৃত্য অনুষ্ঠিত হয় রোববার দুপুরে। এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। তবে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

এডিএম মো. আবু ইউছুফকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে কমিটিকে।

এদিকে ঘটনার প্রতিবাদে আগামীকাল ২০ আগস্ট খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করবে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন।আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 
শিক্ষকরা অনিয়মিত, শিক্ষার্থীরা নিয়মিত যে বিদ্যালয়ে
পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত ১
X
Fresh