• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নাটোরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি

  ১৯ আগস্ট ২০১৮, ১৩:৪৯

নাটোরের সিংড়ায় ব্যবসায়ী আব্দুল কাদের দুদু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুজ্জামান ছিদ্দিকী এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, হাফিজুর রহমান, বুলু, খলিলুর রহমান, মজিবুর রহমান মজিদ ও মনির হোসেন।

যাবজ্জীবন সাজা প্রাপ্ত ২ জন হলেন আব্দুল হাকিম ও নজরুল ইসলাম।

নাটোর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম জানান, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার বিয়াস গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তরা ইজারাদার আব্দুল কাদের দুদুকে ধরে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় বাজারে নিয়ে বেধে প্রকাশ্যে গুলি করে ও ছুরি মেরে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলে তদন্ত ও প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন। দণ্ড প্রাপ্ত ৭ জনের মধ্যে ৪ জন পলাতক রয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh