• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাব্য সংকটে আজও ব্যাহত কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল

মাদারীপুর প্রতিনিধি

  ১৯ আগস্ট ২০১৮, ১৩:০৪

নাব্য সংকটের কারণে আজও ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা।

এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে লঞ্চ ও স্পিডবোটে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা হয়। নাব্য সংকট দূর করতে নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু অপসারণের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। ড্রেজিং কাজ চলমান থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারি ব্যবস্থাপক রুহল আমিন বলেন, এই নৌরুটে ২১টি ফেরির মধ্যে বিকল্প নৌরুট ব্যবহার করে এখন ১৬টি ফেরিতে দিয়ে ছোট ছোট যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পারে আটকা পড়েছে ৩ শতাধিক যানবাহন।