• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা পার হওয়ার অপেক্ষায় প্রায় ৫ শতাধিক যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি

  ১৭ আগস্ট ২০১৮, ১২:১৯

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোত থাকার কারণে রাজবাড়ীর দৌলতিদয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন।

শুক্রবার সকাল নয়টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত এ সিরিয়াল দেখা গেছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সিরিয়ালে রয়েছে শতাধিক যাত্রীবাহী বাস, ৬০ থেকে ৭০টি গরুবাহী ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য যানবাহন।

এদিকে সময়মতো ফেরি পার হতে না পেরে উভয় ঘাটে চালক, যাত্রী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও গরুর ট্রাক আগে পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক(বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া পাড়ে ছয়টি ঘাটের মধ্যে পাঁচটি সচল রয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে পারাপার হতে দ্বিগুণ সময় লাগছে। যে কারণে ঘাটে ফেরি পারের অপেক্ষাও বাড়ছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh