DMCA.com Protection Status
  • ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯, ১০ বৈশাখ ১৪২৬

রাজবাড়ীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
|  ১৭ আগস্ট ২০১৮, ১১:১২ | আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১১:৫৭
রাজবাড়ী সদর উপজেলায় এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার আলীপুরের বারোবাকপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম হাজেরা বেগম (৫০)। তিনি ওই ইউনিয়নের পশ্চিম বারোবাকপুরের তমিজউদ্দিন শেখের স্ত্রী।

রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার এএসআই ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
------------------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রামে হোটেলে যুবকের গলাকাটা মরদেহ
------------------------------------------------------------------

নিহতের দেবর আব্দুল হাই জানান, বৃহস্পতিবার মধ্য রাতে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা জানা যায়নি। পুত্রবধূ স্বপ্নার চিৎকার শুনে তারা এসে দেখেন গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছেন হাজেরা বেগম। পরে তারা পুলিশকে খবর দেন।

ওই ঘরে হজেরা বেগম, পুত্রবধূ স্বপ্না বেগম ও স্বপ্নার চার বছরের ছেলে থাকতো।

আহত স্বপ্না বেগম জানান, তিনি ছেলে ও শাশুড়িসহ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে দেখেন তার শাশুড়ির গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে এবং তার পিঠ ও হাতের তালু কাটা। তবে তার ছেলে অক্ষত অবস্থায় আছে।
 

আরও পড়ুন  :

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়