• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

অপহরণের দুই দিন পর যুবককে উদ্ধার, আটক ৬

সাভার প্রতিনিধি

  ১৬ আগস্ট ২০১৮, ১৫:২২

সাভারে অপহরণের দুই দিন পর জাহিদ হাসান নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ ছয় অপহরণকারীকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার রাতে সাভারের লালটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন আবির (৩২), ফয়সাল খাঁন (২০), স্বপন (২৫), মৃদুল হাসান (২৫), শ্রাবণী আক্তার রুপা (৩৮) ও ফারুক (২৫)।

অপহরণের শিকার জাহিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গেলো সোমবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড নিউ মার্কেটের সামনে থেকে জাহিদকে অপহরণ করে নিয়ে যায় আলমগীর নামের এক যুবক। পরে তাকে সাভারের লালটেক এলাকায় একটি বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে বিকাশ নাম্বার দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
------------------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রাম নগরীতে যানবাহনের বিরুদ্ধে দশ দিনে ১২ হাজার মামলা
------------------------------------------------------------------

এদিকে অপহৃতের পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ বিকাশ নাম্বার ট্যাকিং করে বুধবার রাতে সাভারের লালটেক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত যুবককে হাত-পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় ওই বাড়িতে থাকা ছয় অপহরণকারীকে আটক করে পুলিশ।

অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে ওই যুবকের বাম হাত পিটিয়ে ভেঙে ফেলে। অপহরণের শিকার ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপহরণের শিকার ওই যুবক সাভারের শাহীবাগ এলাকায় আব্দুল বাছেদের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতো। তার বাবার নাম খলিলুর রহমান। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বেনীপুরে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই ইবনে ফরহাদ জানান, অপহরণকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেভাবে অপহরণের ৪৮ ঘণ্টা কেটেছে ব্যাংক ম্যানেজারের
‘ব্যাংক ম্যানেজারকে অপহরণের আগে কোটি টাকা চেয়েছিল কেএনএফ’
স্বামীকে ফিরে পেয়ে যা বললেন ব্যাংক ম্যানেজারের স্ত্রী
যেভাবে উদ্ধার করা হলো সেই ব্যাংক ম্যানেজারকে
X
Fresh