• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঝিনাইদহের মহাসড়কগুলো বেহাল, বৃষ্টিকেই দায়ী কর্তৃপক্ষের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৮, ১৩:১৬

সংস্কারের ছয় মাসের মাথায় বেহাল ঝিনাইদহের মধ্য দিয়ে যাওয়া মহাসড়কগুলোর। দেখা দিয়েছে ফাটল, সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। যার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ অবস্থার জন্য বৃষ্টিকে দায়ী করলেন উপ-বিভাগীয় প্রকৌশলী।

ঝিনাইদহকে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। মংলা নৌ-বন্দর ও বেনাপোল স্থল-বন্দরের অধিকাংশ মালামাল এ জেলার সড়ক দিয়েই আনা-নেওয়া করা হয়।

ঝিনাইদহে রয়েছে মহাসড়কের চারটি রুট। ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-মাগুরা। এসব সড়ক দিয়ে দূর-পাল্লাসহ সব যানবাহন চলাচল করে থাকে। কিন্তু জেলার চারটি রাস্তার বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত। এ নিয়ে স্থানীয়দের অভিযোগের শেষ নেই।

রহিম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, তিন মাসও হয় নাই এই রাস্তার সংস্কার কাজ। রাস্তা ভাঙা শুরু হয়ে গেছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : ঈদযাত্রার আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটারের যানজট
-------------------------------------------------------