• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজও ব্যাহত কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল

মাদারীপুর প্রতিনিধি

  ১৩ আগস্ট ২০১৮, ০৮:৪৬

নাব্য সংকটের কারণে আজও ব্যাহত হচ্ছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। নদীতে ড্রেজিং কাজ চলমান থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা। চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন আরটিভি অনলাইনকে জানান, হঠাৎ করে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা হয়। নাব্য সংকট দূর করতে নদীতে একাধিক ড্রেজার দিয়ে বালু অপসারণের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ।

তিনি আরও জানান, ড্রেজিং কাজ চলমান থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এই নৌরুটে ১৯টি ফেরি আছে। দুই থেকে ৩টি ফেরিতে বিকল্প নৌরুট ব্যবহার করে ছোট ছোট যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৪ শতাধিক যানবাহন।

এদিকে এই নৌরুট স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিআইডব্লিউটিএ।


আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
ঈদে বাল্কহেড-স্পিডবোট চলাচল নিয়ে যে সিদ্ধান্ত হলো
আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
৭ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
X
Fresh