• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বস্তির আগুনে পুড়ে মরলো শিকলবন্দী প্রতিবন্ধী যুবক

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১২ আগস্ট ২০১৮, ১৫:৩১

চট্টগ্রামের চান্দগাঁওয়ের খন্দকার পাড়ায় একটি বস্তিতে আগুন লেগে ৩৬টি বসত ঘর পুড়ে গেছে। এসময় শিকলবন্দি করে রাখা আহাদুল ইসলাম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের করুণ মৃত্যু হয়েছে।

রোববার পৌনে ১১টার দিকে চান্দগাঁও আবাসিকের বি ব্লকের ৭ নম্বর সড়কের সন্নিকটে ফরিদের পাড়া-শমসের পাড়ার ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৭টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন জানান, আগুনে নিহত যুবক রবিউল ইসলামের বাড়ি রংপুরে। সকালে তার মা তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে কাজে বের হন। আগুন লাগার পর ঘরের ভেতর পুড়েই তার মৃত্যু হয়। এছাড়া, ইব্রাহিম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।

এদিকে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে নির্ণয় করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
X
Fresh