• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুয়াকাটাকে পর্যটন নগরী গড়ে তুলতে মহাপরিকল্পনা

মুফতী সালাহউদ্দিন

পটুয়াখালী

  ১৬ নভেম্বর ২০১৬, ১১:২১

কুয়াকাটাকে আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে গ্রীন বেল্ট সৃজনের উদ্যোগে তিন স্তর বিশিষ্ট উদ্ভিদ প্রজাতির বনায়নের মহাপরিকল্পনা নেয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটকদের আগমন যেমন বাড়বে তেমনি আন্তর্জাতিক মহলে কুয়াকাটার গুরুত্বও বাড়বে।

একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত দেখতে আশির দশক থেকে দেশি-বিদেশি হাজারো পর্যটক আসতে শুরু করে কুয়াকাটায়। কয়েক বছর ধরে সমুদ্রের ভাঙ্গনসহ সিডর ও আইলায় বিলীন হয়ে যায় কুয়াকাটার তাল বাগান, ঝাউবন, পিকনিক স্পট, শুটকি পল্লীসহ নানা স্থাপনা। এ বছর নারিকেল বাগানের শেষ অংশটুকুও বিলীন হওয়ায় শ্রীহীন হয়ে যায় মূল সৈকতটি।

দফায় দফায় বিধ্বস্ত হওয়া এ সমুদ্র সৈকতটি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে দেশি-বিদেশি পর্যটকরা। টনক নড়ে কর্তৃপক্ষের। পর্যটকদের ফের আকৃষ্ট করতে কুয়াকাটা সৈকতের গঙামতি থেকে লেম্বুর বন পর্যন্ত আন্তর্জাতিক মানের ন্যাশনাল পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার।

কুয়াকাটাকে সমুদ্রের ভাঙ্গন থেকে রক্ষার পাশাপাশি এখানে থাকবে পর্যবেক্ষণ টাওয়ার, পাঁয়ে হাটা পথ, ঝুলন্ত সেতু, বন্যপ্রাণী, আবাসস্থল উন্নয়নসহ আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব সুযোগ-সুবিধা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh