• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে আগুনে পুড়লো অর্ধশতাধিক বসতবাড়ি

বান্দরবান প্রতিনিধি

  ১১ আগস্ট ২০১৮, ১৯:০০

বান্দরবানের জেলা শহরের মধ্যপাড়া এলাকায় আগুনে পুড়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক বসতবাড়ি। শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি দোকানসহ প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ভুক্তভোগীরা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অং চ মং মার্মা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh