• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির এখন গাত্রদাহ হচ্ছে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

  ১১ আগস্ট ২০১৮, ১৬:২৮

শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি-জামায়াত চক্র ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করতে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই এখন তাদের গাত্রদাহ হচ্ছে। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। তা এখন বাস্তবায়ন হচ্ছে। ছাত্র-ছাত্রীদের কাঁধে বন্দুক রেখে পাখি শিকারের কোনও সুযোগ নেই।

-------------------------------------------------------
আরও পড়ুন : ছবি দেখে সাংবাদিক নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
-------------------------------------------------------

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার সরকার গ্রহণ করেছে। সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেয়া হবে।

ইনু বলেন, বিএনপি-জামায়াতের জঙ্গিরা শোকের মাসে জাতির জনকের প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না। ওরা দিনে-দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দিতে চায়।

এসময় অন্যদের মধ্যে আলোচনা করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
রাজধানীতে মদপানে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
তারাবির নামাজ পড়ে ফেরার পথে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
X
Fresh