• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাতিয়ায় ভরা মৌসুমেও ইলিশের খরা

ইসমাইল হোসেন কিরন, হাতিয়া

  ১০ আগস্ট ২০১৮, ১৫:৩৭

বিভিন্ন রঙের প্লেকার্ড, সুসজ্জিত জেলে নৌকা, পুরনো দিনের গানের আওয়াজ, চায়ের দোকানের জমজমাট বিক্রি, তাজা ইলিশ মাছ ভাজার গন্ধ, নতুন লুঙ্গি পরে আওয়াজ করে হাটা, মুখ লাল করে পান খাওয়া, বরফ ভাঙার শব্দ এর কোনোটিই নেই নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বড় বড় মাছঘাটগুলোতে।

ইলিশ মৌসুমের দুমাস ফেরিয়ে গেলেও জেলে পল্লীতে আছে শুধু হাহাকার। প্রতিদিনই দাদনের ভার বৃদ্ধি পেতে পেতে অনেকটা নুইয়ে পড়ছে নদীর সঙ্গে জীবনযুদ্ধ করা জেলেরা।

সরেজমিনে হাতিয়ার বিভিন্ন মাছ ঘাট ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

নোয়াখালীর হাতিয়ার উপকূলীয় অঞ্চল অর্থনীতি ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার সবকিছুই ইলিশ মাছ নির্ভর। মেঘনা নদীতে জেলেদের জালে রূপালি ইলিশ ধরা পড়লে চাঙ্গা থাকে এখানকার অর্থনীতি। জেলেদের হাতে থাকে টাকা, মুখে থাকে হাসি। ইলিশ মাছ না থাকায় স্থবির হয়ে পড়েছে এখানকার অর্থনীতি।