• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় বাস উল্টে নিহত দুই, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি

  ১০ আগস্ট ২০১৮, ০৯:৩৯

গাইবান্ধার ধাপেরহাটে একটি যাত্রীবাহী বাস উল্টে বাসের হেলপারসহ এক শিশু নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকার ভরসা কোল্ড স্টোরেজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ বাসিন্দা রিপন মিয়ার মেয়ে চাঁদনী (১৪) ও বাসের হেলপার পঞ্চগড় জেলার কদরকান্দি এলাকার জাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম(৩৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অপু পরিবহনের যাত্রীবাহী বাসের চালকের চোখে ঘুম আসে। এসময় যাত্রীরা বারবার বলার পরেও চালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকে। বাসটি ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকার ভরসা কোল্ড স্টোরেজের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসযাত্রী চাদনী ও হেলপার সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১০ জন যাত্রী।

-------------------------------------------------------
আরও পড়ুন : মরণেও তারা একে অপরের সঙ্গী!
-------------------------------------------------------

খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ, পীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এবং গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ চালায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
বেটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মালান!
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
X
Fresh