• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে অস্ত্র-গুলিসহ চার জেএমবি গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ আগস্ট ২০১৮, ২১:২৭

লালমনিরহাটের পাটগ্রাম থেকে অস্ত্র-গুলিসহ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ’র(জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের লুৎফর রহমানের ছেলে আপেল মিস্ত্রি (৩০), নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম শফিক(২৩), সরদার পাড়ার মুজিবুর রহমানের ছেলে জাহিদ হোসেন(১৯) এবং সোহাগপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০)।

বৃহস্পতিবার বিকালে রংপুরে র‌্যাব ১৩ এর কার্যালয়ে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
-------------------------------------------------------
আরও পড়ুন : রাগীব আলী ও তার ছেলের সাজা বহাল
-------------------------------------------------------

এসময় র‌্যাব ১৩ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, বুধবার রাতে পাটগ্রাম পৌর এলাকার এম এম প্লাজা মার্কেটের আপেল মিস্ত্রির দোকান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, দুটি ম্যাগজিন, একটি ওয়ান শুটারগান, দুটি গুলি এবং ধর্মীয় উসকানিমূলক বিপুলসংখ্যক বই উদ্ধার করা হয়।

মোজাম্মেল হক বলেন, তারা দুই বছর ধরে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

গত ২ অগাস্টও ওই মার্কেটে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয় বলেও উল্লেখ করেন এই র‌্যাব কর্মকর্তা।

আরও পড়ুন :

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বর্ষবরণ ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব’
ঈদ সালামি নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীর কোপে স্বামী হাসপাতালে 
স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু
বাংলাদেশে ঢুকে দুই রাখালকে বিএসএফের গুলি
X
Fresh