• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে বৈধ চালকদের পুলিশের ফুলেল শুভেচ্ছা ও হেলমেট বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৯ আগস্ট ২০১৮, ১৯:৪১

ট্রাফিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বৈধ কাগজপত্রধারী চালকদের ফুলেল শুভেচ্ছা ও হেলমেট বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বৃহম্পতিবার ট্রাফিক সপ্তাহের পঞ্চম দিন ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের উৎসাহিত করতে পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হয়।

মীরসরাই ও জোরারগঞ্জ থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে যে সকল গাড়ির কাগজপত্র এবং চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে তাদেরকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

-------------------------------------------------------
আরও পড়ুন : পুলিশের ধাওয়ায় ছাত্রলীগ নেতার মৃত্যু, গাড়িতে অগ্নিসংযোগ
-------------------------------------------------------

মোটরসাইকেল আরোহীদের মধ্যে হেলমেট পরার সচেতনতা বৃদ্ধির জন্য প্রতীকী কার্যক্রমের অংশ হিসেবে যেসব মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু হেলমেট ছিল না তাদেরকে হেলমেট প্রদান করা হয়।

এছাড়া যেসকল গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্র ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ কার্যক্রমে চট্টগ্রাম জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, মীরসরাই থানা অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলাম, টিআই (মীরসরাই জোন) বিপুল পাল, সংশ্লিষ্ট ট্রাফিক জোনের সার্জেন্ট, রোভার স্কাউটস ও বিএনসিসির সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
X
Fresh