• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের ধাওয়ায় ছাত্রলীগ নেতার মৃত্যু, গাড়িতে অগ্নিসংযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

  ০৯ আগস্ট ২০১৮, ১৯:০৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ট্রাফিক সার্জেন্টের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

এই ঘটনার পর স্থানীয়রা পুলিশের একটি মোটরসাইকেল ও ভ্যান পুড়িয়ে দিয়েছে।

নিহত ছাত্রলীগ নেতার নাম খায়রুল ইসলাম খোকন (২৫)। তিনি শিলখুড়ি ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

আহত রানা তিলাই ইউনিয়নের উত্তর ছাটগোপালপুরের আইয়ুব আলীর ছেলে।

-------------------------------------------------------
আরও পড়ুন :বড়াইগ্রামে বখাটেদের হাত থেকে বাঁচতে গৃহবধূর আত্মহত্যা
-------------------------------------------------------

বিক্ষুব্ধ জনতা ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল ও কনস্টেবল বিকাশকে সোনাহাট ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় পুলিশ এবং বিক্ষুব্ধ জনতার মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ার সেল এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলসহ ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি ভ্যান পুড়িয়ে দেয়। এরপর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ভুরুঙ্গামারী থানার ইউএনও মাগফুরুল ইসলাম আব্বাসি ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০ দিন পর মরদেহ বুঝে পেল ৪ পরিবার
আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলি ও অগ্নিসংযোগের অভিযোগ
লক্ষ্মীপুরে মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ 
অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
X
Fresh