• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজশাহী প্রতিনিধি

  ০৯ আগস্ট ২০১৮, ১৩:০৬

রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য।

বুধবার রাতে চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ধনিচা বিলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার রাতে ধনিচা বিলে একদল মাদক ব্যবসায়ী অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় বন্দুকযুদ্ধে চারঘাটের কুখ্যাত মাদক সম্রাট মানিক গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশ।

এদিকে চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে শাহরাস্তি উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীর নাম জানা যায়নি। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ ও ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh