সাংবাদিক নির্যাতন আইন প্রণয়নের দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি অনলাইন
| ০৮ আগস্ট ২০১৮, ১৪:১৯ | আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৪:২৪

আরও পড়ুন : সাংবাদিক হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্যমন্ত্রীর চিঠি
--------------------------------------------------------------- ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বক্তব্য দেন ইবি প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, সাংবাদিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি মাহফুজ মিশুসহ আরো অনেকে। বক্তারা বলেন, যুদ্ধের ময়দানেও কোনও সাংবাদিকের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা করা হয় না। কিন্তু আজ বাংলাদেশে সাংবাদিকরা বিভিন্নভাবে হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। দায়িত্ব পালনকালে সাংবাদিক পরিচয় দেয়ার পরও তাদের ওপর হামলা করা হচ্ছে। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা করার ভিডিও ফুটেজ ও ছবি রয়েছে। এই ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বর্তমান সরকার এই রাষ্ট্রের অবিভাবক। এই দেশ ও জাতির আয়না স্বরূপ সাংবাদিকদের সুরক্ষা তাঁদেরকেই নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশকে সঠিক পথ দেখানোর মাধ্যম হিসেবে গণমাধ্যম অকার্যকর হয়ে পড়বে। বক্তারা হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ আইন প্রণয়ন করতেও সরকারের প্রতি দাবি জানান বক্তারা। আরও পড়ুন : এসজে