• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মিলাদের খাবার খেয়ে ৪৫ শিক্ষার্থী অসুস্থ

পটুয়াখালী প্রতিনিধি

  ০৮ আগস্ট ২০১৮, ১৩:০৭

পটুয়াখালীতে খাদ্যে বিষক্রিয়ায় অন্তত ৪৫ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৫ শিক্ষার্থীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলের দিকে শহরের জান্নাতুন নেছা হাফিজি মাদরাসায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলো- উম্মে হাবিবা, জান্নাতুল নেকি, মাহাবুবা আক্তার, মরিয়ম বেগম, তানজিলা আক্তার, জায়েদা বেগম, সুরাইয়া আক্তার, মারজানা আক্তার, সানজিদা আক্তার, মানসুরা বেগম, হালিমা আক্তার, জুবায়েদা আক্তার, মরিয়ম জাহান ও রাবেয়া বেগম।

এসব শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে এবং এরা সবাই শহরের জান্নাতুন নেছা হাফিজি মাদরাসার ছাত্রী। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

মাদরাসার পরিচালক মো. গোলাম মোস্তফা আরটিভি অনলাইনকে জানান, প্রয়াত জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশারফ হোসেনের জন্য মঙ্গলবার দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মরহুমের সহধর্মিনী খাদিজা বেগম।

মিলাদ শেষে ওই মাদরাসার শিক্ষার্থীদের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মাদরাসার পরিচালক নিজেই শহরের পৌর নিউমার্কেট বাজার থেকে গরুর মাংসসহ প্রয়োজনীয় মালামাল কিনে দুপুরের খাবারের ব্যবস্থা করেন। শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া শেষে বিকেলের দিকে পাঠদানে বসলে এক এক করে সবাই বমি করা শুরু করে। মুহূর্তের মধ্যে ৪৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, খাদ্যে বিষক্রিয়ায় এসব শিশু শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অলিউল হক রুমি আর নেই
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh