• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ আটক ৬৯

নড়াইল প্রতিনিধি

  ০৭ আগস্ট ২০১৮, ১২:২১

নড়াইলে এক মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত তিন আসামিসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও আট পিস গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, জিআর মামলায় ৩১ জন, সিআর মামলায় ১৭ জন, সাজাপ্রাপ্ত জিআর মামলায় তিনজন, নিয়মিত মামলায় পাঁচজন, মাদক মামলায় একজন এবং ৫৪ ধারায় ১২ জনকে আটক করা হয়।

এর মধ্যে, নড়াইল সদর থানা থেকে ২১ জন, লেহাগড়া থেকে ১৬ জন, কালিয়া থেকে ২৬ জন এবং নড়াগাতি থানা থেকে ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান চলমান থাকবে। তিনি মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
মাদক কারবারে সংশ্লিষ্ট বদির দুই ভাই, জানালো সিআইডি 
মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
X
Fresh