• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি

নড়াইল প্রতিনিধি

  ০৭ আগস্ট ২০১৮, ১১:৩৬

নড়াইল সদরের ধোন্দা গ্রামে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ তিন লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সোমবার (৬ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে ডাকাতির ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামের কুয়েত প্রবাসী আকবর আলী খানের বাড়িতে সোমবার দিনগত রাত দেড়টার দিকে ৬-৭ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতদল বারান্দার কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে আকবর আলীর স্ত্রী সাধিনা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করে।

সাধিনা খাতুন জানান, প্রথমে তাদের বাড়ির তিনটি মোবাইল ফোন নিয়ে নেয়। এসময় ভয়ভীতি দিয়ে তাদের কানের দুল, গলার চেইন, নেকলেস, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, কুরবানি দেয়ার জন্য রাখা ১০ হাজার টাকা, ব্যাংকের চেক, জমির দলিলপত্রসহ অন্তত তিন লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

ডাকাত দলের কয়েকজনের মুখ ওড়না দিয়ে ঢাকা এবং একজনের মুখ খোলা ছিল।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় আরটিভি অনলাইনকে জানান, খবর শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
রূপসায় কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার
খুলনায় বজ্রপাতে গাভীসহ যুবকের মৃত্যু
বজ্রপাতে ৪ জেলায় প্রাণ গেলো ৬ জনের
X
Fresh