• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনা শোককে শক্তিতে রূপান্তরিত করেছেন: মোরশেদ আলম

নোয়াখালী প্রতিনিধি

  ০৪ আগস্ট ২০১৮, ২৩:৫১

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এ দেশকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘাতকরা তা পারেনি। জননেত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

শনিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা সেনবাগের রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ৪র্থ কাব ক্যাম্পুরি ও মহা তাবু জলসার সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

এর আগে তিনি উপজেলার সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার মধ্যেই গাজাবাসীর ঈদ
রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে : মির্জা ফখরুল
X
Fresh