DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

জেএমবির লালমনিরহাট জেলা কমান্ডারসহ তিন জঙ্গি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
|  ০৩ আগস্ট ২০১৮, ১৯:২৭ | আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৯:৩৩

নিষিদ্ধ সংগঠন জেএমবির লালমনিরহাট জেলা কমান্ডার ফজলে রাব্বিসহ তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৩ আগস্ট) বিকেলে রংপুর মহানগরীতে র‌্যাব ১৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্টেশন কমান্ডার অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সদরে এম এম প্লাজার ডায়না ফ্যাশন টেইলার্সে অভিযান চালিয়ে ফজলে রাব্বি এবং তার দুই সহযোগী শাহিন ইসলাম ও হাসান মাসুদকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ধর্মীয় উসকানিমূলক বিপুল পরিমাণ লিফলেট এবং বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন :

কে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়