• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কিশোরগঞ্জে কলেজ শিক্ষার্থীরাও সড়কে

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৮, ১৬:০৫

নিরাপদ সড়ক ও রাজধানীতে দুই শিক্ষার্থীকে বাসচাপা দিয়ে মেরে ফেলার ঘটনায় ঘাতক বাসচালকের কঠোর শাস্তির দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের আখড়াবাজার ব্রিজে এ কর্মসূচি পালন করে তারা। এসময় শহরে যানজটের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা নয় দফা দাবি সম্বলিত বিভিন্ন প্লে-কার্ড বহন করে। দাবি আদায় না হলে আগামী শনিবার সকাল ১০টায় আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পরে তারা নিজেরাই অবস্থান কর্মসূচির সমাপ্তি করেন।

এতে গুরুদয়াল সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, উচ্চ বালিকা বিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী অংশ নেন।