DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি
|  ০২ আগস্ট ২০১৮, ১৫:৩০ | আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৬:০৬
রাজধানী ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালী।

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, মায়ের চোখে কান্না, আর না, আর না’ স্লোগান দিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পটুয়াখালী শহর।

--------------------------------------------------------
আরও পড়ুন: শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
--------------------------------------------------------

বৃহস্পতিবার সকাল থেকে প্রেসক্লাব চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ করেছে  শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে ঢুকতে না পেরে মহাসড়কের ওপর বিক্ষোভ করে। এছাড়া সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এর ফলে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল-ঢাকা রুটসহ অভ্যন্তরীণ সকল রুটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পরে দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর, স্থানীয় পুলিশ কর্মকর্তা ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিক্ষোভকারী শিক্ষার্থীদের শান্ত করে কর্মসূচি স্থগিত করান। 

আরও পড়ুন:

 

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়