• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাসা ভাড়া করে ইয়াবা ব্যবসা, এসআই বরখাস্ত

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ৩১ জুলাই ২০১৮, ২২:৫৩

চট্টগ্রামের বাকলিয়ায় বাসা ভাড়া করে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর নাম খন্দকার সাইফ উদ্দিন। তিনি নগরের বাকলিয়া থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে আজ বিকেলে ওই বাড়ির মালিকের ছেলে ও এসআই সাইফের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা করেছে র‍্যাব-৭ চট্টগ্রামের উপসহকারী পরিচালক নাজমুল হুদা। এতে গ্রেপ্তার নাজিম ও পলাতক এসআই সাইফকে আসামি করা হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন আরটিভি অনলাইনকে জানান, এসআই খন্দকার সাইফ উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তিন সদস্যও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

নগরীর পশ্চিম বাকলিয়ার তুলাতলী হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়িতে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাব। ওই বাড়ির নিচ তলার একটি বাসা ভাড়া নিয়েছিলেন বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফ উদ্দিন। বাসাটি থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ বাড়ির মালিকের ছেলে মিল্লাতকে গ্রেপ্তার করে র‌্যাব।

এসআই সাইফ উদ্দিনের পরিবারের সদস্যরা বাসাটিতে না থাকলেও ইয়াবা ব্যবসার জন্য বাসাটি ভাড়া নিয়েছিলেন বলে জানা যায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
এডিসি ও এসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি
X
Fresh