• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১৭ কেন্দ্রে ফের ভোট চান কামরান

সিলেট প্রতিনিধি

  ৩১ জুলাই ২০১৮, ১৪:৩১

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দীন আহমেদ কামরান জালভোটের অভিযোগ এনে ফের ১৭টি কেন্দ্রে ভোট চেয়েছেন।

নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। এতে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট, বদর উদ্দীন আহমেদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত কেন্দ্র দুটিতে ভোট ৪ হাজার ৭৮৭। তাই বলা যায় সিলেট সিটিতে আরিফুল হক চৌধুরীই বিজয়ী হচ্ছেন।

অবশ্য এর আগে, কারচুপির অভিযোগ এনে আরিফুল হক চৌধুরী বলেছিলেন-জালভোট, কেন্দ্র দখলসহ শাসক দলের জবরদস্তির কারণে ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান দাবি করেন সুষ্ঠু ভোট হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে আরও বেশি ভোট পেতাম : আরিফুল
--------------------------------------------------------

তবে প্রাপ্ত ভোটকেন্দ্রের ফলাফলে এগিয়ে থাকার পর আরিফুল হক চৌধুরী বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে আরও ভোট পেত ধানের শীষ। এ জয় আমার নয়, এ জয় মহানগরবাসীর।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ দুপুরে ধানমণ্ডিতে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সাংগঠনিক দুর্বলতার কারণেই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh