• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভরা মৌসুমে ইলিশ গেলো কই?

মুফতী সালাহউদ্দিন, পটুয়াখালী

  ৩১ জুলাই ২০১৮, ১১:২১

‘মোরা ১৫-২০ বছর ধইরা গাঙে (নদী ও সাগরে) মাছ ধরতাছি। কিন্তু এরহোম ইলিশের আহাল দেহি নাই কহোনও। এই এক মাসে যেই কয়ডা ইলিশ জালে পাইছি, হেইয়া দিয়া ঘর-সংসার চালামু, না দাদনের টেহা দিমু। গাঙে এই রহম ইলিশের আহাল থাইকলে মোগো বউ-বাচ্চা লইয়া ক্যামনে চলমু, অ্যাতে তো না খাইয়া মরণ লাগবো।’

চরম হতাশার সঙ্গে কথাগুলো বলেন পটুয়াখালীর উপকূলীয় এলাকা কলাপাড়ার জেলে আবদুস সোবাহান (৪৫)। শুধু সোবাহানই নয়, একইরকম হতাশা জেলে রুস্তুম আলী (৪২), সেকান্দার আলী (৪৭), রাঙ্গাবালীর জেলে আবদুর রহমান (৪২) ও শহিদুল ইসলামের (৫২)।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলায় ৬৯ হাজার ছয়শ ৬০ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জেলে রয়েছে কলাপাড়া উপজেলায়। এ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ হাজার চারশ ৫৬ জন। এছাড়া রাঙ্গাবালীতে ১৩ হাজার আটশ ১৯ জন, গলাচিপায় ১২ হাজার ছয়শ ৪১ জন, দশমিনায় ১০ হাজার একশ ৭১ জন, বাউফলে ছয় হাজার একশ ৮০ জন, মির্জাগঞ্জে এক হাজার আটশ ৮৯ জন, দুমকিতে এক হাজার ছয়শ ৭৭ জন এবং সদর উপজেলায় চার হাজার আটশ ২৭ জন নিবন্ধিত জেলে রয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : লালমনিরহাটে শোবার ঘরে ব্যবসায়ীর মরদেহ
--------------------------------------------------------