• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিলেটে জামানত হারালেন জামায়াত প্রার্থী

সিলেট প্রতিনিধি

  ৩১ জুলাই ২০১৮, ০৯:৪০

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটের আগে ব্যাপক হাক-ডাক দিলেও জামানত হারিয়েছেন জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের। সর্বশেষ ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে দলটির প্রার্থী পেয়েছেন ১০ হাজার নয়শ’ ৫৪ ভোট।

কিন্তু মোট ভোট পড়েছে এক লাখ ৯১ হাজার ২৮৯টি। অর্থাৎ শতকরা হিসেবে জামায়াত নেতা ভোট পেয়েছেন ৫.৭ শতাংশ, যা জামানত রক্ষার জন্য পর্যাপ্ত ভোটের অর্ধেকও না।

অনেকে মনে করেন- এর ফলে এই সিটিতে জামায়াত এককভাবে নির্বাচন করায় কোনও লাভতো হয়েইনি বরং জোটসঙ্গী বিএনপির সঙ্গে তাদের ভুল বোঝাবুঝি আর দূরত্বই বেড়েছে।

অবশ্য এখনও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে এই নির্বাচনের পূর্ণাঙ্গ ফল পেতে। গোলযোগের জন্য স্থগিত দুই কেন্দ্রের ভোট সংখ্যা দুই প্রধান প্রার্থী বিএনপির আরিফুল হক চৌধুরী এবং আওয়ামী লীগের বদরউদ্দিন আহমেদ কামরানের মধ্যে ব্যবধানের চেয়ে বেশি। ফলে আইন অনুযায়ী এই দুই কেন্দ্রে আবার ভোট নিয়েই ঘোষণা করতে হবে ফল।