• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোবিন্দগঞ্জে ট্রাক-অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

সুনামগঞ্জ প্রতিনিধি

  ২৮ জুলাই ২০১৮, ১৯:১৭

ট্রাক-অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

শনিবার বিকেল তিনটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ ব্রিজ সংলগ্ন দিঘলী-চাকলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন মুজাম্মেল হক (৪৫), শফিকুল ইসলাম (২৮) ও মুক্তার হোসেন। অজ্ঞাতনামা অন্য একজনের বয়স ৬০ বছরের মতো।

এ ঘটনায় অটোরিকশা চালকসহ ছয়জন আহত হয়েছেন। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাক শনিবার বিকেল তিনটার দিকে গোবিন্দগঞ্জ ব্রিজের পশ্চিম পাশে দাঁড়ানো যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা গোবিন্দগঞ্জ থেকে সিলেট এবং দিগলী গ্রাম থেকে একটি ইজিবাইক মূল সড়কে উঠার সময় এ ত্রিমুখী সংঘর্ষ হয়।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আনিচুর রহমান আরটিভি অনলাইনকে জানান, শনিবার বিকেলে ট্রাক-অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে চারজনের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
X
Fresh