• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিস্টেম লসের কথা আমরা বিশ্বাস করছি না: খনিজ সচিব

দিনাজপুর প্রতিনিধি

  ২৭ জুলাই ২০১৮, ২২:৩২

বড়পুকুরিয়া কয়লা খনিতে সিস্টেম লসের কথা বলা হচ্ছে। আমরা একথা বিশ্বাস করছি না। বললেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

শুক্রবার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান তিনি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বলেন, এখানে যে পরিমাণ কয়লা মজুদ থাকার কথা, সেই পরিমাণ নেই। এই বিষয়ে মামলা হয়েছে, দুদক তদন্ত করছে, আমরাও তদন্ত করছি। এসব তদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিন রহমাতুল মুনিমসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এবং তাপ বিদুৎকেন্দ্র পরিদর্শন করেন।

অন্য সদস্যরা হলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস।

পেট্রোবাংলার চেয়ারম্যান ফয়েজউল্লাহ বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কয়লা উত্তোলনের বিষয়ে কথা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খনি থেকে পুরোদমে কয়লা উৎপাদন সম্ভব হবে।

এদিকে বন্ধ হয়ে যাওয়া বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে বিদ্যুৎ সচিব কায়কাউস বলেন, বিকল্প উপায়ে যেকোনও সময় এটি চালু হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, তাতে চাহিদা মিটানো সম্ভব।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh