• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হোটেলে ‘আইওএম’ কর্মকর্তার মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

  ২৭ জুলাই ২০১৮, ১১:১৩

কক্সবাজারের হোটেল থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার শহরের হোটেল হলি ডে থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আইওএম কর্মকর্তার নাম তৌহিদুল ইসলাম (২৫)। তিনি চট্টগ্রাম জেলার পটিয়ার মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর স্বাস্থ্য বিভাগে কাজ করে আসছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলামের মরদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে তিন স্ট্রোক করে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুরহস্য জানা সম্ভব হবে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা মো. আলমগীর জানান, তার মৃত্যুর কারণ স্ট্রোক নয়, রহস্যজনক।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
X
Fresh