• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটির বাঘাইছড়িতে গুলিবিদ্ধ হয়ে জেএসএস কর্মীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুলাই ২০১৮, ২৩:৪০

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গোলাগুলির সময় জনসংহতি সমিতির(জেএসএস-এমএন লারমা) এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপকারে ইউনিয়নের ডাঙ্গাছড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত বন কুসুম চাকমা(৩০) উপজেলার বেতাগিছড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মো. আলমগীর কবির বলেন, বেতাগিছড়া গ্রামে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে জেএসএস সংস্কারের এক সদস্য মারা গেছেন।

এই ঘটনায় প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে(ইউপিডিএফ) দায়ী করেছে জেএসএস(এমএন লারমা)। সংগঠনটির বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা বলেন, ইউপিডিএফের সন্ত্রাসীরা বন কুসুমকে গুলি করে মেরে ফেলেছে। কোনও বন্দুকযুদ্ধের ঘটনা নয়, ইউপিডিএফ’র সন্ত্রাসী হামলায় তার মৃত্যু হয়েছে।

তবে জেএসএস’র(এমএন লারমা) অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, এটা তাদের নিজেদের কোন্দল হতে পারে। এই ঘটনার সঙ্গে ইউপিডিএফের সম্পৃক্ততা নেই।

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
বাঘাইছড়িতে ফুলবিজু উৎসবের শুরু
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
X
Fresh