• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেহেরপুরে কুরবানির পশু পালনে ব্যস্ত খামারি ও কৃষক

মেহেরপুর প্রতিনিধি

  ২৬ জুলাই ২০১৮, ১২:৪৭

কুরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের খামারি ও কৃষকরা। গত বছর আশানুরুপ দাম পাওয়ায় এবারও ভালো দামের আশায় রয়েছেন গরু মালিকরা। তবে ভারতীয় গরু আমদানি নিয়ে আশঙ্কায় রয়েছেন তারা।

জানা গেছে, মেহেরপুর জেলার আর্থসামাজিক উন্নয়নে পশুপালন এক গরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের বাড়িতে দুয়েকটি করে গরু পালন যেন অপরিহার্য হয়ে পড়েছে। এসব গরু কুরবানির সময় বিক্রি করা হয়। গরু, ছাগল ও ভেড়া বিক্রির টাকাগুলো একসঙ্গে হাতে আসার ফলে আর্থিক উন্নতি করতে পারছেন এসব পরিবার। তাই প্রতি বছরই গবাদি পশুপালনকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি খামারের সংখ্যাও বাড়ছে বলে প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে কুরবানির জন্য জেলায় ৬১০টি মহিষ, ৩৬ হাজার ৯১৪টি গরু, দুই হাজার ২৮২টি ভেড়া ও ৫৯ হাজার ৪৯০টি ছাগল রয়েছে। যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। গরু খামার রয়েছে ৭৭৬টি, ছাগল খামার ৩৪৯টি এবং ২৫৬টি ভেড়া খামার রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বরগুনায় বাসচাপায় মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত
--------------------------------------------------------