• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে ককটেল বিস্ফোরণ, পুলিশ কর্মকর্তা আহত

স্টাফ রিপোর্টার, সিলেট

  ২৬ জুলাই ২০১৮, ০৯:৩০

ককটেল বিস্ফোরণে সিলেটের দক্ষিণ সুরমায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে।

আহতের নাম রায়হান উদ্দিন। তিনি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বে রয়েছেন।

রায়হান উদ্দিন জানান, ঘটনার সময় মোটরসাইকেলে কর্তব্যরত ছিলেন তিনি। এমন সময় মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এসআই রায়হান আহত হয়েছেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ আরও একজনের মৃত্যু
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মাকে গাছে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যা, ব্যাংক কর্মকর্তা আটক
X
Fresh