• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নানিয়ারচর উপজেলায় ভোটগ্রহণ চলছে

রাঙামাটি প্রতিনিধি

  ২৫ জুলাই ২০১৮, ১৩:২২

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সকাল আটটা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।

ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ আনসারের পাশাপশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর থেকে এই উপজেলায় চেয়ারম্যানের পদটি শুন্য হয়।

নির্বাচনে বিএনপি-আওয়ামী লীগের কোনও প্রার্থী না থাকলেও স্থানীয় আঞ্চলিক দলের সমর্থন নিয়ে একজন নারীসহ ৩ জন সতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, প্রণতি রঞ্জন খীসা, প্রগতি চাকমা, ও কল্পনা চাকমা।

নানিয়ারচর উপজেলায় মোট ৩২ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছেন। উপজেলার চারটি ইউনিয়নের ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
এফডিসিতে শাবনূর, ভোট চাইতে হুমড়ি খেয়ে পড়লেন প্রার্থীরা
ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল
ডিএ তায়েবের জন্য যেভাবে ভোট চাইছেন মেয়ে টুনটুনি
X
Fresh