• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে পাহাড়ধসের আশঙ্কা

রাঙামাটি প্রতিনিধি

  ২৫ জুলাই ২০১৮, ১২:১৪

রাঙামাটিতে গেল রোববার থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।

বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিতে বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বলা হচ্ছে।

এরপর থেকেই পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনদের নিরাপদ আশ্রয়ের জন্য সরে যাওয়ার অনুরোধ করেন জনপ্রতিনিধিরা।

রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন জানান, গত বছর রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ১২০ জন নিহত, দুই শতাধিক লোক আহত ও অনেকেই ভিটেমাটি হারা হয়েছেন।

এ ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আবহাওয়া একটু খারাপ দেখলেই লোকজনদের সতর্ক করি। রোববার থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় লোকজনদের সহায়তায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি।

এদিকে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।


আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
X
Fresh